ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২০ মাস পর হিলি রেল স্টেশনের কার্যক্রম চালু

প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৬ মার্চ ২০১৭

লোকবল সংকটের কারণে প্রায় ২০ মাস বন্ধ থাকার পর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে দিনাজপুরের হিলি রেল স্টেশনের কার্যক্রম ফের চালু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রেলপথমন্ত্রী মো. মজিবুল হকের পক্ষে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী ফিতা কেটে হিলি রেল স্টেশনের কার্যক্রম আনুষ্ঠানিভাবে উদ্বোধন করেন।

এ সময় হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, হিলি রেলওয়ের প্রকৌশলী ফখরুদ্দিন আহমেদ, হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন জানান, স্টেশন মাস্টারসহ লোকবল সংকটের কারণে ২০১৫ সালের ২৮ জুন হিলি রেল স্টেশনটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে রেলপথ মন্ত্রণালয়। এরপর থেকেই হিলি রেলস্টেশন দিয়ে চলাচলরত সব ট্রেন প্ল্যাটফর্মে না দাড়িয়ে ২নং লাইন দিয়ে চলাচল করতো। পাশের বিরামপুর ও পাঁচবিবি রেলওয়ে স্টেশন থেকে হিলি রেল স্টেশন নিয়ন্ত্রণ করা হতো। বৃহস্পতিবার থেকে এর কার্যক্রম আবার শুরু হলো।

এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি