সুন্দরবনে কবিরাজ বাহিনীর দুই বনদস্যু আটক
সুন্দরবনের চাদপাই রেঞ্চের পশুর নদীর চারার খাল এলাকা থেকে কবিরাজ বাহিনীর দুই বনদস্যুকে আটক করেছে র্যাব। এ সময় চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাগেরহাট জেলার মংলা উপজেলার আমড়াতলা গ্রামের মো. আজিজ সেখের ছেলে বনদস্যু কবিরাজ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. শহিদুল সেখ (২২) এবং বাগেরহাট জেলার ফকিরহাটের লকপুর গ্রামের শুকুর আলীর ছেলে সিরাজুল ইসলাম নিকারী (৪৫)।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবীর জানান, বনদস্যু কবিরাজ বাহিনীর সদস্যরা সুন্দরবনের পশুর, শিবসাসহ বিভিন্ন খালে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নির্যাতন চালাচ্ছে- এমন খবর পেয়ে র্যাব সদস্যরা সুন্দরবনের ওই এলাকায় অভিযান শুরু করে। দুপুরে বনদস্যু কবিরাজ বাহিনীর আস্তানা পশুর নদীর চারার খাল এলাকায় র্যাব সদস্যরা পৌঁছালে বনদস্যু মো. শহিদুল সেখ (২২) ও সিরাজুল ইসলাম নিকারী (৪৫) দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, পরে বনদস্যুদের ব্যবহৃত চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ধারালো অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক দুই বনদস্যু ও উদ্ধারকৃত অস্ত্রগুলো খুলনা জেলার দাকোপ থানায় হস্থান্তর করা হবে।
শওকত আলী বাবু/আরএআর/জেআইএম