ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জাটকা ধরায় শরীয়তপুরে ৪ জেলে আটক

প্রকাশিত: ০৩:০৫ এএম, ১৭ মার্চ ২০১৭

শরীয়তপুরের নড়িয়ায় উপজেলার সুরেশ্বর এলাকায় পদ্মায় জাটকা ধরার সময় কারেন্ট জালসহ চার জেলেকে আটক করা হয়েছে। বৃস্পতিবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, চাঁদপুর জেলার খানকান্দি গ্রামের মহিবুল্লাহ্ মোল্লার ছেলে খলিল মোল্লা (২৮), মজিদ বেপারীর ছেলে হাসমত আলী (২৭), রুহুল আমিন পেদার ছেলে দুলাল পেদা (৩৫) ও বাবু বেপারীর ছেলে শেকুল বেপারী (৪৫)।
 
নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন বলেন, পদ্মা নদীতে জাটকা ধরার সময় কারেন্ট জালসহ সাত জেলেকে আটক করে নড়িয়া উপজেলা মৎস্য অফিস। তাদের কাছ থেকে পাওয়া ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে চারজনকে ৫ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

মো. ছগির হোসেন/এফএ/এমএস