ফরিদপুরে বসতঘরে আগুন, মা-মেয়ে নিহত
ফাইল ছবি
ফরিদপুরের সালথা উপজেলার বল্লদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে অাগুনে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অাহত গৃহকর্তা সেন্টু মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অাগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। নিহতরা হলেন, ফরিদা বেগম(২৮) ও রাবেয়া (৫)।
স্থানীয় ইউপি সদস্য ইউনুস মোল্যা জানান, শুক্রবার ভোর রাতের দিকে ভ্যানচালক সেন্টুর বাড়িতে অাগুন লাগে। মুহূর্তের মধ্যে তাদের বসতঘরটি পুড়ে যায়। পরে এলাকাবাসী এসে অাগুন নেভায়। তবে মা-মেয়ে অাগুনে ঘরের মধ্যে অাটকে পড়ে এই নির্মম ঘটনা ঘটে।
সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দু`জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
এসএম তরুণ/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়