ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক মোস্তফা শেখের (৪১) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। তাদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত মোস্তফা শেখ শহরের অম্বিকাপুর এলাকার শওকত শেখের ছেলে। এছাড়া অম্বিকাপুরের ওমর (১৭), সদর উপজেলার বাখুন্ডা গ্রামের এজাজা (২৫) আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝিলটুলী এলাকায় সিভিল সার্জনের বাসভবনের সামনে একটি নির্মাণাধীন ভবনে রড উঠানোর সময় রাস্তার পাশের বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। তাদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে মোস্তফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ফরিদপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সামিয়া সুলতানা মৃত্যুর জানান, আহতরা শঙ্কামুক্ত রয়েছে।
এস.এম. তরুন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ২ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৩ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৪ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৫ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়