ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৮:০৬ এএম, ১৮ মার্চ ২০১৭

ঝিনাইদহ শহরের মোল্লাপাড়ায় নুর আলম নামে এক যুবক হত্যা মামলার আসামি রকিবুল ইসলাম রনিকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার সকালে সদর উপজেলার ধানহাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

রকিবুল ইসলাম রনিওই গ্রামের আবুল কালাম খাঁর ছেলে।

র‌্যাব সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, ঝিনাইদহ শহরের মোল্লাপাড়ায় নুর আলম নামে এক যুবক খুন হন। এ ঘটনায় নিহতের বাবা হারুন অর রশিদ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় শনিবার সকালে অভিযান চালিয়ে রকিবুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে অংশ নেয়ার কথা স্বীকার করেছেন রনি। মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানায় র‌্যাব।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরের মোল্লাপাড়ার একটি নির্মাণাধীন ভবনথেকে নুর আলম (২৫) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নুর আলম মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।

আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস