ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে শিলাবৃষ্টিতে সয়াবিন নষ্টের আশঙ্কা

প্রকাশিত: ১০:১৮ এএম, ১৮ মার্চ ২০১৭

সয়াবিনের রাজধানীখ্যাত লক্ষ্মীপুরে শিলাবৃষ্টিতে সর্বনাশের আশঙ্কা কৃষকের। শনিবার (১৮ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত থেমে থেমে জেলার বিভিন্নস্থানে ব্যাপক শিলাবৃষ্টি হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দমকা ও ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টির কারণে রাস্তা-ঘাট ফাঁকা রয়েছে। শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগরে চলতি বছর ৫ হাজার ৫০৫ হেক্টর জমিতে সয়াবিন চাষাবাদ হয়।

দেশের মোট উৎপাদনের প্রায় ৭০ ভাগ সয়াবিন এই জেলায় উৎপাদন হয়। এ ফসলকে ঘিরে মৌসুমে প্রায় ৪০০ কোটি টাকা লেনদেন হয়। এ জন্য লক্ষ্মীপুরকে সয়াবিনের রাজধানী বলা হয়।

রামগঞ্জ পৌরসভার তিন সয়াবিন চাষি জানান, আর কখনো তারা এমন শিলা বৃষ্টি দেখেননি। প্রত্যেকটি শিলা বড় আকৃতির। ঘণ্টাব্যাপী বৃষ্টির সঙ্গে আকাশ থেকে শিলা ঝড়েছে। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

এ ব্যাপারে রায়পুর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল মমিন বলেন, এখন মাঠে ধান আর সয়াবিন রয়েছে। শিলা বৃষ্টিতে সয়াবিনের ক্ষতির আশঙ্কা রয়েছে। ফসলের মাঠে যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে তবে ক্ষয়ক্ষতি বেশি হবে না। কিন্তু পানি জমে থাকলে সয়াবিন গাছে ওপরের অংশ শুকিয়ে নিচের অংশে পচন ধরবে।

লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা বলেন, বৃষ্টি শেষে কর্মকর্তারা মাঠে গিয়ে ক্ষতির পরিমাণ নিরূপন করবেন। সংকট থেকে উত্তরণের জন্য কৃষকদেও পরামর্শ দেয়া হচ্ছে।

কাজল কায়েস/এএম/আরআইপি