বিএনপি কীভাবে জানলো চুক্তি হবে প্রশ্ন এলজিআরডিমন্ত্রীর
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদের হোতা। তারাই জঙ্গিদের লালনপালন করে।
প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রসঙ্গ টেনে এলজিআরডিমন্ত্রী বলেন, আমরা কেবিনেটে বসি। অথচ আমরাও জানি না কী চুক্তি হবে। তাহলে বিএনপি কীভাবে জানলো চুক্তি হবে। কোনো চুক্তি যদি প্রধানমন্ত্রী করেন তবে জনগণ অবশ্যই জানবে।
শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর পৌরসভার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাজে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন এলজিআরডিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
এলজিআরডিমন্ত্রী বলেন, জঙ্গিদের সমর্থন তারাই করতে পারে যারা জঙ্গিদের লালনপালন করে। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি আর তাতেই বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। এতেই প্রমাণ করে বিএনপি-জামায়াত জঙ্গিবাদের হোতা। তারাই জঙ্গিদের লালনপালন করে।
এ সময় উপস্থিত ছিলেন, এলজিআরডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ প্রমুখ। পৌর ভবনটি নির্মাণে ব্যয় হবে ৫ কোটি ৬৬ লাখ টাকা।
এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম