ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বৃদ্ধকে নিয়ে বিপাকে পুলিশ

প্রকাশিত: ১২:০২ পিএম, ১৮ মার্চ ২০১৭

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সীমান্তে বিএসএফ কর্তৃক ফেরত পাঠানো বৃদ্ধ আলীকৃষ্ণ শাহাজাদা ওরফে কাশেমকে (৭০) নিয়ে বিপাকে পড়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কলমাকান্দার লেংগুরা সীমান্তে বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কারাগারে এক বছর দুই মাস সাজা ভোগের পর চলতি বছরের ১৪ জানুয়ারি আলীকৃষ্ণ শাহাজাদা ওরফে কাশেমকে কলমাকান্দা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

তিনি সিলেটের গোলাপগঞ্জ থানার ফাজিলগঞ্জ গ্রামের মৃত নামখালী ওরফে কাশেমের ছেলে। তার আত্মীয়-স্বজন কোনো খোঁজখবর নেয়নি। ফলে নেত্রকোনা আদালত তাকে সোপর্দ করে থানা পুলিশে। পরে আদালতের নির্দেশ অনুযায়ী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থাও করা হয়। সংশ্লিষ্ট চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর বলে আলীকৃষ্ণ শাহাজাদা ওরফে কাশেম মানসিক রোগে ভুগছেন। প্রয়োজনীয় চিকিৎসা শেষে পরামর্শ দিয়ে পুনরায় কলমাকান্দা থানা পুলিশে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

তার কথামত ঠিকানার সাবেক দুই মেম্বার মাখন ও আফতাবের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু ওই মেম্বাররা পুলিশকে জানান, আলীকৃষ্ণ শাহাজাদা ওরফে কাশেম নামে তারা কাউকে চেনেন না। আজ পর্যন্ত এলাকা থেকে কেউ কোনো খোঁজখবর নেয়নি।

এ বিষয়ে কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর ছিদ্দিক জাগো নিউজকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক ফেরত পাঠানো আলীকৃষ্ণ শাহাজাদা ওরফে কাশেমকে নিয়ে বিপাকি আছি। হৃদয়বান কোনো ব্যক্তি যদি তার কোনো নিকট আত্মীয়র সন্ধান পান তাহলে থানায় যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হচ্ছে।

কামাল হোসাইন/এআরএ/আরআইপি