গোয়ালন্দে কুকুর আতঙ্ক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী। শনিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলা ১১টার পর থেকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের নলডুবি এলাকায় কুকুর একের পর এক মানুষকে কামড়াতে থাকে। এতে অন্তত ১৫-২০ জন আহত হন। তবে এদের মধ্যে নলডুবি গ্রামের শাহিন সরদারের ছেলে শাহরুখ সরদারের (৪) অবস্থা গুরুতর।
শাহিন সরদার জানান, কুকুরের কামড়ে তার ছেলে শাহরুখ আহত হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থান থেকে কুকুর কামড়ে মাংস ছিড়ে ফেলেছে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুল ইসলাম জানান, কুকুরের কামড়ে কমপ্লেক্সে আহত আটজনকে আনা হলেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাছাড়া হাসপাতালে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন না থাকায় তাদের স্থানান্তর করা হয়েছে।
গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম জানান, পাগলা কুকুরটি খুঁজে বের করার চেষ্টা চলছে।
রুবেলুর রহমান/এআরএ/আরআইপি