ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুবর্ণচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১৮ মার্চ ২০১৭

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বজ্রপাতে কৃষক সেলিমের (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে চরজব্বার ইউনিয়নে পশ্চিম চরজব্বার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম উপজেলার পশ্চিম চরজাব্বার গ্রামের হালিম সারেং বাড়ির নুরুল হকের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

চরজব্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, সকাল থেকে আকাশ মেঘলা ছিল। দুপুরে বৃষ্টি শুরু হলে সেলিম গরু আনতে বাড়ির পাশে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিজানুর রহমান/এআরএ/জেআইএম