ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু
প্রতীকী ছবি
জয়পুরহাট সদর উপজেলার তেঘর-কুমারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিশুসহ ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর গায়ের রং ফর্সা ও পরনে সালোয়ার-কামিজের ওপর ছিল কালো রংয়ের বোরকা ও শিশু পরনে ছিল লাল-সাদা-সবুজ রংয়ের ফ্রক।
জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা মা-মেয়ে হতে পারে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সান্তাহার রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।
রাশদুজ্জামান/এআরএ/জেআইএম