ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজনৈতিক স্বার্থেই বিএনপিকে নির্বাচনে করতে হবে : হানিফ

প্রকাশিত: ০৩:৪০ পিএম, ১৮ মার্চ ২০১৭

দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করাটা তাদের ভুল সিদ্ধান্ত ছিল মন্তব্য করে আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি যত কথায় বলুক না কেন রাজনৈতিক স্বার্থেই তাদের শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আর এই নির্বাচন পরিচালনা করবে বর্তমান নির্বাচন কমিশন।

শনিবার বিকেল ৩টায় রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের গোসাঁই গোবিন্দপুর গ্রামের শ্রী শ্রী রাধানাথ অঙ্গনের একটি ধর্মীয় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, বিদ্যমান নির্বাচন পদ্ধতি এবং বর্তমান সরকারের অধীনেই ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচন অনষ্ঠিত হবে।

অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম, সংসদ সদস্য পঙ্কজ দেব নাথ, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/এআরএ/আরআইপি