ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৪:৫০ এএম, ১৯ মার্চ ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশতৈল ইউনিয়নের পেকুয়া বাস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঢাকার ধামরাই উপজেলার বাথুলী গ্রামের দেলোয়ার হোসেন (৪৮) ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কান্দা বাজার গ্রামের মজিবুর রহমান (৪৮)। তারা কলা ব্যবসায়ী বলে জানা গেছে।

মির্জাপুরের বাঁশতৈল ফাঁড়ি সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে নিহতরা কলা আনতে ট্রাকযোগে সখীপুর যাচ্ছিলেন। পথিমধ্যে রাত ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে চালক গোড়াই-সখিপুর সড়কের পেকুয়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকটি থামান। পরে রাত সাড়ে ৪টার দিকে ট্রাকের সামনে এসে দাঁড়ান তিনি।

এসময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে থেমে থাকা ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

মির্জাপুর বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল কাইয়ুম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বলেন, নিহতদের মরদেহ আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এস এম এরশাদ/এফএ/এমএস