ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গি কামালের এলাকায় ৭০ জন নিখোঁজ

প্রকাশিত: ১০:০৪ এএম, ১৯ মার্চ ২০১৭

চট্টগ্রামের পাহাড়ি এলাকাকে সেফ হোম করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জঙ্গিরা। সংগঠনে সদস্য টানতে এখন তারা পাহাড়ি এলাকায় বসবাসরত বাসিন্দাদের টার্গেট করেছে।

এরই মধ্যে নাইক্ষ্যংছড়ির ৯ নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ রয়েছেন ৭০ জন। তবে তারা ব্যক্তিগত, পারিবারিক কাজে নাকি জঙ্গি সংগঠনের সদস্য হয়ে ঘর ছেড়েছেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

গোয়েন্দারা বলছেন, শুধু সীতাকুণ্ডের ঘটনায় নয়, পার্বত্য এলাকায় জঙ্গিরা একাধিক আস্তানা তৈরি করেছে। এমনকি রোহিঙ্গা জনগোষ্ঠীকে টার্গেট করে তাদের সংগঠনে ভেড়ানোর জন্যও গোপনে কাজ চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক করে এরই মধ্যে একটি গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকার ৯ নং ওয়ার্ডে ৭০ জন নিখোঁজ রয়েছেন। নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আলমের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

তিনি বলেন, গত এক মাস আগে ৭০ জন শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে বলে পরিবারকে জানিয়ে এলাকা ত্যাগ করেন। তবে তাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর কোনো ধরনের সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।

তিনি আরও বলেন, যারা এলাকা ছেড়েছেন তারা পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন কিনা বা এলাকায় মাঝে মাঝে আসতেন কিনা সে বিষয়টিও আমরা দেখছি। জঙ্গি কামালও শহরে চাকরির কথা বলে এলাকা ত্যাগ করেছিলেন। কাজেই বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে।

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা আবু মুসা বলেন, এলাকায় যারা নেই তাদের তালিকা করা হচ্ছে । শহরে তারা কী চাকরি করতে গেছে নাকি জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে তা আমরা খতিয়ে দেখছি।

এদিকে, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারির যৌথখামার এলাকার বেশির ভাগই রোহিঙ্গাদের বসবাস।

এছাড়া এলাকার বেশিরভাগই ধর্মভীরু ও অল্প শিক্ষিত মানুষের বসবাস বিধায় জঙ্গি সংগঠনগুলো এই এলাকার মানুষকে টার্গেট করতে পারে।

প্রসঙ্গত, চট্টগ্রামে সীতাকুণ্ডে ছায়ানীড়ের বাড়িতে গত বৃহস্পতিবার সকালে পুলিশের সোয়াটের (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস) অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে ও গুলিতে নিহত হয় পাঁচজন।

তাদের মধ্যে রয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকার বাসিন্দা কামাল হোসেন ও তার স্ত্রী জুবাইদা ইয়াসমিন। অভিযানে তাদের শিশুসন্তানও নিহত হয়।

সৈকত দাশ/এএম/পিআর