ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় গ্রেফতার ২১

প্রকাশিত: ০৭:৪৪ এএম, ১৭ এপ্রিল ২০১৫

গাইবান্ধায় নাশকতার মামলায় জামায়াতের দুই কর্মীসহ অনান্য মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্টোল রুমের দায়িত্বরত অপারেটর আসাদুজ্জামান আসাদ জানান, পলাশবাড়ী থানায় জামায়াতের দুই কর্মী ছাড়া জেলা সদরসহ ছয় থানা থেকে বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেফতার করা হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে করেছেন।

এএইচ/বিএ/এমএস