মাটিরাঙায় শান্ত হত্যা মামলার আসামি জনি গ্রেফতার
মাটিরাঙার আলোচিত মোটরসাইকেলচালক আজিজুল হাকিম শান্ত হত্যাকাণ্ডের এক বছর ১ মাস ২৮ দিনের মাথায় মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি জনি ত্রিপুরাকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা সাড়ে ৪টার দিকে মাটিরাঙার সাপমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জনি ত্রিপুরা মাটিরাঙা ইছাছড়া গ্রামের হরি দয়াল ত্রিপুরার ছেলে।
জানা গেছে, শান্ত হত্যাকাণ্ডের পরপরই এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ধন বিকাশ ত্রিপুরাকে গ্রেফতার করে মাটিরাঙা থানা পুলিশ।
হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিল এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি জনি ত্রিপুরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাপমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো জনি ত্রিপুরার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস