ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাগরিক সংবর্ধনাকে ঘিরে ছড়াচ্ছে উত্তাপ!

প্রকাশিত: ০১:০৬ পিএম, ২০ মার্চ ২০১৭

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলমের নাগরিক সংবর্ধনা নিয়ে শহরজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। মূলত দাওয়াতপত্রে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নাম না থাকাতেই সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে উত্তাপ ছড়াচ্ছে।

আওয়ামী লীগের ‘বিদ্রোহী প্রার্থী’ হিসেবে নির্বাচিত শফিকুল আলমের সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলন করে শঙ্কার কথা জানিয়েছেন আয়োজকরা। যদিও জেলা আওয়ামী লীগ বলছে, সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই। সংবর্ধনাকে ঘিরে পাল্টা কোনো কর্মসূচিও দেবে না আওয়ামী লীগ।

খোঁজ নিযে জানা যায়, আগামী ২৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌর-শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে জেলা সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

দাওয়াতপত্রে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য অ্যাড. ছায়েদুল হককে প্রধান অতিথি করা হয়েছে।

জেলা নাগরিক সমাজের সভাপতি তাজ মো. ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাড. জিয়াউল হক মৃধা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম। এতে প্রধান বক্তা করা হয়েছে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টুকে।

তবে এ সংবর্ধনা অনুষ্ঠানের দাওয়াতপত্রে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নাম না থাকায় শহরজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এছাড়া দাওয়াতপত্রে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতারও নাম নেই।

এদিকে, সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা অভিযোগ করে বলেন, সংবর্ধনার দিন কুমিল্লায় যাওয়ার জন্য আওয়ামী লীগ ৩০টি বাস ভাড়া করেছে। এছাড়া অনেক অতিথিকে ফোন করে অনুষ্ঠানে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে।

তবে সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে যে ঝামেলা করতে চাইবে এর দায়ভার তাকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম প্রমুখ।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বলেন, সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই। আওয়ামী লীগ কিংবা অঙ্গ-সহযোগী কোনো সংগঠন পাল্টা কোনো কর্মসূচিও দেয়নি। এছাড়া অনুষ্ঠানে কোনো মন্ত্রী-এমপি আসবেন না বলেও মন্তব্য করেন তিনি।

আজিজুল সঞ্চয়/এআরএ/আরআইপি