ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার
বান্দরবানে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে নিটেন চাকমা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি রাঙামাটির বাঘাইছড়ি এলাকার সারোয়াতলী গ্রামে। সম্পর্কে তারা চাচা-ভাতিজি।
সোমবার জেলার উজানীপাড়া এলাকা থেকে নিটেন চাকমাকে গ্রেফতার করা হয়। দুপুরে বান্দরবানের চিফ জুডিশিয়াল আদালতে নেয়া হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্কর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সৈকত দাশ/এআরএ/আরআইপি