তহসিলদারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ
শরীয়তপুর নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের তহসিলদার নবীন চন্দ্র দাস ও তার সহকর্মী আলমগীর হোসেনের বিরুদ্ধে জমির মিউটিশন বাবদ ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে সোমবার নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তহসিলদার ও তার সহকর্মীর বিরুদ্ধে ঘুষ দুর্ণীতির অভিযোগ দাখিল করেছেন নড়িয়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মুনির হোসেন।
অভিযোগে জানা যায়, উপজেলার মোক্তারের চর ইউনিয়ন ভূমি অফিসে ১৯ মার্চ রোববার বেলা ১১টার দিকে মোক্তারের চর অর্ন্তভুক্ত ১৩নং মূলপড়া মৌজার এস এ প্রস্তাবিত ১৬৯৫, এস এ আগত ১২৯৮, মাঠ বুজারত ৪৫২নং খতিয়ানের এস এ ৪৫৭৬, বি আর এস ৩১০৭ নং দাগে ১৪ শতাংশ নাল ভূমি সম্পত্তির মিউটিশন করার জন্য বিএম মুনির হোসেন মোক্তারেরচর ইউনিয়ন ভূমি অফিসে যান।
জমির সকল কাগজপত্র উক্ত অফিসের তহসিলদার নবীন চন্দ্র দাস ও এমএলএসএস আলমগীর হোসেনকে দাখিল করে মিউটিশন করার জন্য মৌখিকভাবে আবেদন করলে তারা উক্ত জমি মিউটিশন করার জন্য নড়িয়া উপজেলা ভূমি অফিস বাবদ ৪ হাজার টাকা ঘুষ প্রদান করতে বলেন। এছাড়া তাদেরকে কিছু টাকা দিয়ে খুশি করতে হবে বলেও জানান।
মুনির হোসেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পরিচয় প্রদান করার পরও তারা সরকারি বিধি মোতাবেক জমির মিউটিশন করতে অপারগতা প্রকাশ করেন এবং তার সঙ্গে দুর্ব্যবহার করেন।
এ বিষয়ে মোক্তারের চর ইউনিয়নের তহসিলদার নবীন চন্দ্র দাসের সঙ্গে মোবাইলে জানতে চাইলে পরে ফোন দেবে বলে কেটে দেন।
নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ বলেন, আমাদের কাছে নড়িয়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিএম মুনির হোসেন এ বিষয়ে একটি অভিযোগ পত্র দিয়েছেন।তদন্ত হচ্ছে।
এছাড়া নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা ইয়াছমিনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি।
মো. ছগির হোসেন/এফএ/পিআর