ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আগামী অধিবেশনে পাস হতে পারে সড়ক পরিবহন আইন

প্রকাশিত: ০৯:৫৪ এএম, ২১ মার্চ ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কঠোর শাস্তির বিধান রেখে আগামী জাতীয় সংসদ অধিবেশনেই পাস হতে পারে বহুল আলোচিত ‘সড়ক-পরিবহন আইন’। ইতোমধ্যেই খসড়া আইনটি তৈরি হয়েছে, যা আগামী সপ্তাহে কেবিনেটে উত্থাপিত হবে।

মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাগহাটায় বিপজ্জনক বাঁক পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এসময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সঞ্জিত সাহা/এআরএ/পিআর