ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে শিক্ষকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

প্রকাশিত: ১২:০১ পিএম, ২১ মার্চ ২০১৭

লক্ষ্মীপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সুব্রত সাহার ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদ ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। মঙ্গলবার সকাল থেকে শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে।

এরআগে সোমবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে শিক্ষক সুব্রত সাহা কলেজ থেকে বাসায় ফেরার পথে বহিরাগত জুয়েল মিয়া দুখুসহ (২৫) তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। সহকর্মীরা আহত শিক্ষককে উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান।

এ ঘটনায় ওই শিক্ষক ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। রাতেই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ।

শিক্ষক সুব্রত সাহা লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ইনস্ট্রাক্টর। হামলাকারী মামলার প্রধান আসামি দুখু সদর উপজেলার লাহারকান্দি গ্রামের আজাদ খন্দকারের ছেলে। অন্যদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

এদিকে, শিক্ষকের ওপর হামলার পর থেকে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। পরে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে মানববন্ধন করে।

পরে অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষকরা জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ও জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রশাসনের কর্মকর্তারা হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

অন্যদিকে, ওই কলেজের শিক্ষার্থীরা জানিয়েছে, হামলাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না। প্রতিবাদ কর্মসূচিতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলাউদ্দিন, শিক্ষক নোমান আলী (সোহেল), নাসির উদ্দিন, আবুল বশর ও তাপস চন্দ্রপালসহ বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আলাউদ্দিন বলেন, শিক্ষকের ওপর হামলার ঘটনাটি ন্যাক্কারজনক। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করে আমরা দ্রুত বিচার দাবি করেছি।

শিক্ষক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কলেজে পরীক্ষা চলাকালে সহযোগীদের নিয়ে জুয়েল মিয়া দুখু নামের এক বহিরাগত যুবক ক্যাম্পাসে প্রবেশ করে।

এ সময় তাকে বাধা দিলে সুব্রত সাহাকে মারধরের হুমকি দিয়ে সে ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। পরীক্ষা শেষে বিকেলে কলেজ থেকে অটো রিকশাযোগে বাসায় ফেরার পথে কমার্স কলেজ এলাকায় দুখু ও তার কয়েক সহযোগী গতিরোধ করে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই শিক্ষককে মারধর করে আহত করা হয়।

আহত শিক্ষক সুব্রত সাহা বলেন, পরীক্ষা চলাকালীন সময় দুখুসহ কয়েকজনকে ক্যাম্পাসে ঢুকতে বাধা দিলে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। কলেজ শেষে বাসায় যাবার পথে তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে। তবে, গ্রেফতার করা আসামির নাম জানায়নি পুলিশ।

কাজল কায়েস/এএম/এমএস