ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রদের দিয়ে আ.লীগ সভাপতির গাড়ি ভাঙচুর, মামলা

প্রকাশিত: ১২:৫২ পিএম, ২১ মার্চ ২০১৭

ছাত্রদের উসকে দিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতির গাড়ি ভাঙচুর করার অভিযোগে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী আকন্দের নামে থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে স্কুল মাঠে গাড়ি ভাঙচুরের এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী স্কুলের সামনে অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এই অবস্থায় স্কুলের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে, প্রধান শিক্ষক রমজান আলীর অপসারণ এবং তাকে গ্রেফতারের দাবিতে বিকেলে স্কুলের সামনে প্রতিবাদ সভা করেছে বগুড়া শহর আওয়ামী লীগ।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন পদস্থ কর্মকর্তা জানান, প্রধান শিক্ষককে স্কুল থেকেই গ্রেফতার করা হতে পারে।

জানা গেছে, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিনের নাতীকে স্কুল থেকে আনার জন্য তার ব্যক্তিগত গাড়ি চালক নজরুল ইসলাম মঙ্গলবার জিলা স্কুলে প্রবেশ করেন।

স্কুলে মাঠে গাড়ি প্রবেশ করানোর কারণে প্রধান শিক্ষক রমজান আলী ছাত্রদের গাড়ি ভাঙচুর করার জন্য উস্কে দেন। প্রধান শিক্ষকের নির্দেশনা পেয়ে ছাত্ররা ক্রিকেট খেলার ব্যাট দিয়ে প্রধান শিক্ষকের সামনেই গাড়ি ভাঙচুর করে।

পরে এই খবর জানাজানি হলে ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী স্কুলের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুল গেটে পুলিশ মোতায়েন করা হয়।

ঘটনার পর গাড়িচালক নজরুল ইসলাম বাদী হয়ে ছাত্রদেরকে উস্কে দেয়া এবং নিজে উপস্থিতি থেকে গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে প্রধান শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন।

বিকেলে স্কুলের সামনে সাতমাথা এলাকায় বগুড়া শহর আওয়ামী লীগ প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভা থেকে অবিলম্বে প্রধান শিক্ষক রমজান আলীকে গ্রেফতার এবং অপসারণের দাবি জানানো হয়।

এ ব্যাপারে বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে এরআগেও ছাত্রদের উস্কে দিয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এছাড়া স্কুল গেটে সন্ধ্যার পর চটপটির দোকান দেয়ার অভিযোগে ছাত্রদের দিয়ে চটপটি বিক্রেতা ইলিয়াসকে স্কুলে তুলে নিয়ে গিয়ে মারপিট করার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

এছাড়া বগুড়ায় কর্মরত তৎকালীন প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং বিচারকের ছেলেকে মারপিটের অভিযোগে বিচারকের দায়ের করা একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন প্রধান শিক্ষক রমজান আলী আকন্দ।

লিমন বাসার/এএম/এমএস