নড়াইলে বিএনপিকর্মীসহ গ্রেফতার ২৮
নড়াইলে পুলিশ অভিযান চালিয়ে এক বিএনপিকর্মীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে।
নড়াইল পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, পুলিশের অভিযানে নড়াইল সদর উপজেলার বিএনপির এক কর্মীসহ নয়জন, লোহাগড়ায় আটজন, কালিয়ায় ছয়জন এবং নড়াগাতী থানায় পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় ৯০ পিছ ইয়াবা, ৮টি পুরিয়া ও ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজন বিএনপিকর্মী এবং বাকি ২৭ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে।
এসএস/এআরএস/এমএস