মির্জাপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে শাকিল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ওই ইউপির এক নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।
মঙ্গলবার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান।
নির্বাচন কর্মকর্তা জানান, ওই ওয়ার্ডে অন্য কোনো প্রার্থী ছিলেন না। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হওয়ার পর তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। আগামী ১৬ এপ্রিল মির্জাপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এস এম এরশাদ/এফএ/পিআর