ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ নেতা হত্যা : আরেকজনের দুই দিনের রিমান্ড

প্রকাশিত: ০৮:০৫ এএম, ২২ মার্চ ২০১৭

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদ হত্যা মামলায় গ্রেফতারকৃত লাল চানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল ভূঞাপুর আমলি আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক নওরিন মাহবুব দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ জানান, এই মামলায় গ্রেফতারকৃত ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা ও অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম সরকারের দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির উপর ভিত্তি করে সোমবার রাতে লাল চানকে টাঙ্গাইল ডিসি লেক এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পরে মঙ্গলবার ১০দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করা হলে বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়। সকালে শুনানি শেষে আদালত গ্রেফতারকৃত লাল চানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর সকালে ভূঞাপুর উপাজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলাকাটা মরদেহ তার নিজ গ্রাম ভারই মধ্যপাড়ার একটি নির্জন পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়। আগের দিন রাত সাড়ে ৯টার পর তিনি নিখোঁজ হন। ওই দিনই রকিবুলের ভাই ফজলুল করিম বাদী হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন।

মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। পরে ফজলুল করিম বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে আরো একটি সম্পূরক মামলা দায়ের করেন। সে মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা, অপর যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য আব্দুল হামিদ মিয়া ওরফে ভোলা, অলোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম সরকারসহ সাত জনের নাম উল্লেখ করা হয়।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

আরও পড়ুন