রাঙামাটিতে আটক শিবির নেতাকর্মীদের ৭ কার্যদিবসে হাজিরের নির্দেশ
রাঙামাটিতে আটক শিবিরের ছয় নেতাকর্মীকে পরবর্তী সাত কার্যদিবসে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। রোববার রাতে নাশকতার গোপন বৈঠকের সময় শহরের ডিসিবাংলো পার্ক থেকে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন- শিবিরের কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ও রংপুরের সাবেক সভাপতি হারুন অর রশীদ, জেলা শাখার সভাপতি ইউসুফ বিন সিরাজ, সাবেক বায়তুল-মাল সম্পাদক ও বর্তমান আলফেসানি স্কুল ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল আলম, সদস্য মোস্তফা কামাল, সাখাওয়াত হোসেন ও ইরফানুল হক। হারুন-অর রশীদের বিরুদ্ধে রংপুরে সাতটিসহ মোট আটটি মামলা রয়েছে।
পূর্ব আদেশে বুধবার সকালে আটকদের রাঙামাটির বিচারিক আদালতে হাজির করে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়। অপরদিকে আটকদের মধ্যে চারজন অপ্রাপ্ত বয়স্ক দাবি করেন আসামিপক্ষের আনজীবী। উভয়পক্ষের বক্তব্য শোনার পর আসামিদের জেলহাজতে পাঠিয়ে পরবর্তী সাত কার্যদিবসে আবার আদালতে হাজির করার আদেশ দিয়েছেন রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক সাবরিনা আলী।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের এসআই মোকাদ্দেছ জানান, নাশকতার প্রস্তুতির জন্য গোপন বৈঠকের সময় ওই ছয়জন আটক করা হয়। বুধবার তাদেরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানালে আসামিপক্ষের আইনজীবী আটকদের মধ্যে চারজনকে অপ্রাপ্ত বয়স্ক বলে দাবি করেন। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে পরবর্তী সাত কার্যদিবসে আসামিদের আবার হাজির করার আদেশ দিয়েছেন।
সুশীল প্রসাদ চাকমা/আরএআর/জেআইএম