পাবনায় নকল প্রসাধনী কারখানার সন্ধান
পাবনায় বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি নকল প্রসাধনী কারখানার সন্ধান পাওয়া গেছে।
বুধবার বিএসটিআই রাজশাহী অঞ্চলের মাঠ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, পাবনা শহরের নয়নামতি চক পৈলানপুর এলাকায় ইকবাল প্রামানিক নামের এক ব্যক্তি জুয়েল কসমেটিকস নামে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে নকল প্রসাধনী উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে জুয়েল কসমেটিকস প্রোডাক্টস নামের অনুমোদনহীন ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে কারখানার মালিক ইকবাল প্রামাণিক পালিয়ে যান।
পরে তার স্ত্রী শিউলী খাতুনকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা ইয়াসমিন এক লাখ টাকা জরিমানা করেন।
অভিযানের সময় সেখান থেকে দেশি-বিদেশি বিভিন্ন ব্রান্ডের প্রায় ৩০ লাখ টাকার বিভিন্ন রঙ ফর্সাকারী ক্রিম, স্পট আউট ক্রিম, ফেয়ারনেস ক্রিম, ঘামাচি পাউডার ও পারফিউম তৈরির বিভিন্ন কেমিক্যাল এবং মোড়ক জব্দ করা হয়।
একে জামান/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না