তালগাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে তালগাছের নিচে চাপা পড়ে ইয়ামিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সেরাজপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়ামিন উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেতরাশিন গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় মাধাইনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে সেরাজপুর গ্রামের আজিম উদ্দিনে বাড়িতে বাবার সঙ্গে তালগাছ কাটা দেখতে যায় ইয়ামিন। এসময় তালগাছটি কাটার পর হঠাৎ করে পাশে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর পড়ে যায়। অন্যরা সরিয়ে গেলেও তালগাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইয়ামিন মারা যায়।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/এমএস