ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে তিন জেলে অপহরণ

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২২ মার্চ ২০১৭

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ এলাকা থেকে তিন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। বুধবার ভোরে সুন্দরবনের মাথাভাঙ্গা নদী থেকে তাদের অপহরণ করা হয়।

দস্যুদের কবল থেকে ফিরে আসা জেলে শ্যামনগর উপজেলার পাশ্বেখালী গ্রামের বাবু জানান, মাছ ধরার সময় পাশ্বেখালী গ্রামের আব্দুস সালাম সরদার, রমজান আলী ও কেওড়াতলা গ্রামের নিরঞ্জন মন্ডলকে অপহরণ করে নিয়ে গেছে বনদস্যু রবিউল বাহিনী। দস্যুরা দেড় লাখ টাকা মুক্তিপণ চেয়েছেন।

তবে অপহরণের বিষয় জানা নেই উল্লেখ করে শ্যামনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে এখনো কেউ অবহিত করেনি।

আকরামুল ইসলাম/এআরএ/এমএস