ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বৃদ্ধ বাবার দুই পা কেটে দিল দুই ছেলে

প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২২ মার্চ ২০১৭

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে বৃদ্ধ বাবাকে দা দিয়ে কুপিয়ে দুই পা কেটে দিয়েছে দুই ছেলে। বুধবার দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে চর আইরমারী মরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, চর আইরমারী মরাপাড়া গ্রামে হাশেম আলীর (৬৫) একখণ্ড আবাদি জমি বিক্রি করতে চাইলে প্রথম স্ত্রীর ছেলে লুৎফর রহমান (৩০) ও নুরনব্বী ওরফে নান্নু (২৫) বাধা দেন। এ নিয়ে বাবা-ছেলেদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হয়।

বুধবার দুপুরে বড় ছেলে লুৎফর রহমানের সঙ্গে জমি বিক্রি করা নিয়ে হাশেম আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলেরা লোহার শাবল দিয়ে পেটানোর পর দা দিয়ে কুপিয়ে বাবার দুই পা কেটে দেন।

পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান।

এ বিষয়ে বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএম/জেআইএম