ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুর গণপূর্ত বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

প্রকাশিত: ০৩:২১ পিএম, ২২ মার্চ ২০১৭

পদ্মা সেতুর রেল পথ সংযোগ প্রকল্পের অবকাঠামোর মূল্য নির্ধারণ বিষয়ক তথ্য না দেয়ায় মাদারীপুর গণপূর্ত বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ দেয়া হয়েছে।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গত ৯ জানুয়ারি মাদারীপুর গণপূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং তৎকালীন উপ-বিভাগীয় প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবীর কাছে পদ্মা সেতুর রেল পথ সংযোগ প্রকল্পের অবকাঠামোর মূল্য নির্ধারণের বিভিন্ন তথ্য প্রাপ্তির জন্য আবেদন করেন সাংবাদিক আক্তার হোসেন বাবুল।

তথ্য অধিকার আইন আনুযায়ী নির্দিষ্ট সময়ে তথ্য না দিয়ে গড়িমসি করেন তারা। এরপর গত ১২ ফেব্রুয়ারি তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রাপ্তির জন্য আপিল কর্মকর্তা মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ফিরোজের কাছে আপিল করেন। তিনিও তথ্য দিতে অস্বীকৃতি জানান।

পরে আবেদনকারী তথ্য প্রাপ্তি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত ২০ মার্চ তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানের কাছে অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী আক্তার হোসেন বাবুল বলেন, গণপূর্ত বিভাগের বিগত ৫ বছরের এপিপির তালিকা, সংশোধিত আরএপিপির তালিকা এবং চলতি অর্থ বছরের প্রস্তাবিত এপিপির তালিকা, গণপূর্ত বিভাগ ও প্রত্যাশিত সংস্থার বিভিন্ন অফিস, আদালতের যে নামে টেন্ডার আহ্বান করা হয় তার পূর্ণাঙ্গ নামের তালিকা চেয়েও ব্যর্থ হয়েছি।

এ ব্যাপারে অভিযোগকারী আক্তার হোসেন বাবুল আরও বলেন, পদ্মা সেতুর রেল পথ সংযোগ প্রকল্পের অবকাঠামোর মূল্য নির্ধারণের জন্য মাদারীপুর গণপূর্ত বিভাগকে দায়িত্ব দেয়া হয়।

এই দায়িত্ব পালনকালে গণপূর্ত বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীরা প্রকল্প এলাকার বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের কাছ থেকে অর্থিক সুবিধা নিয়ে প্রকৃত ক্ষতির চেয়ে অধিক ক্ষতি দেখিয়ে মূল্য নির্ধারণ করে।

এতে করে সরকারের কয়েক কোটি টাকার ক্ষতি হয়। নির্দিষ্ট সময়ে তথ্য দিলে আমি সংবাদ প্রকাশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে পারতাম। এতে সরকারের কয়েক কোটি টাকা সাশ্রয় হতো। আমি এসব কর্মকর্তার বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থার দাবি জানাই।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস