ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাগুরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ০৩:১৬ এএম, ২৩ মার্চ ২০১৭

মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর বাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পিকআপ ভ্যানের চালক হানিফ (৪৫) নায়ায়নগঞ্জ জেলার ফতুল্লাহ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তবে অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তিনি ওই পিকআপের হেলপার ছিলেন।

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এইচ এম আব্দুর রউফ জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার সকালে ফরিদপুরগামী একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে পিকআপ ভ্যানচালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরাফাত হোসেন/এফএ/পিআর