ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গজারিয়ায় পেপার মিলে আগুন

প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২৩ মার্চ ২০১৭

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় আফিল পেপার মিল কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গজারিয়ার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন আকিজ গ্রুপের আফিল পেপার মিলের কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও গজারিয়া থানা পুলিশ কাজ করে যাচ্ছে। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিরুপণ করা যায়নি। এদিকে আগুন নেভাতে গিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের্এক কর্মী পারভেজ (৩৪) আহত হয়েছেন।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, আগুন নিয়ন্ত্রণে ঢাকা, নারায়ণগঞ্জ বন্দর  ও কুমিল্লার দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট কাজ করছে। তবে কারখানার ৪-৫টি গোডাউনে আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর