করিমগঞ্জে অসুস্থ হয়ে ১২ স্কুলছাত্রী হাসপাতালে
কিশোরগঞ্জের করিমগঞ্জে অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে পড়েছে একটি বিদ্যালয়ের ১২ জন ছাত্রী। তাদেরকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের বালিয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল হাই জানান, বেলা সাড়ে ১১টার দিকে ক্লাস চলার সময় বালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রী মাথা ঘুরে নিচে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ওই ক্লাসের অন্তত ১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তারা প্রথমে বমি করতে থাকে। পরে শুরু হয় প্রচণ্ড খিচুনি। অসুস্থদের মধ্যে ১২ ছাত্রীকে দ্রুত করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাইনুল হাসান জানান, এটি এক ধরনের মানসিক রোগ। ছাত্রীরা বর্তমানে আশঙ্কাকামুক্ত।
নূর মোহাম্মদ/আরএআর/জেআইএম