যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরের সরিষাবাড়ীস্থ যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে। ত্রুটি মেরামত শেষে পুনরায় সার উৎপাদনে যেতে কমপক্ষে সাতদিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) মাহবুবা সুলতানা জানান, বুধবার থেকে যমুনা সার কারখানার অ্যামনিয়া প্লান্টের স্ট্রিম বয়লারে লিকেজ দেখা দেয়ায় গ্যাসের চাপ কমে যায়। এতে সার উৎপাদন ব্যহত হওয়ায় গভীর রাত থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ করে দেয়া হয়। লিকেজ মেরামত শেষ করে উৎপাদনে যেতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে।
শুভ্র মেহেদী/এআরএ/জেআইএম