ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় ১২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৩ মার্চ ২০১৭

সাতক্ষীরার তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি সাংবাদিক ইয়ারব হোসেনের হাত ধরে আত্মসমর্পণ করেছেন ১২ মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার সদর থানায় তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা হলেন- সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রামের নজরুল ইসলাম, সোনাই, ইউসুফ গাজী, নুর মোহাম্মদ, মাহমুদুল হক বাবু, আছাদুল ইসলাম, পাথরঘাটা গ্রামের সোহরাব হোসেন, আশরাফুল হোসেন, জেসমিন, পরোয়ার, গোলাম সরোয়ার ও আশরাফ হোসেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, সাংবাদিক ইয়ারব হোসেনের হাত ধরে ১২ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। তারা শপথ করেছেন আর মাদক বেচা-কেনার সঙ্গে সম্পৃক্ত হবেন না। থানায় সাধারণ ডায়েরি করে তাদের মুক্তি দেয়া হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম