ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশিত: ১১:৩১ এএম, ২৩ মার্চ ২০১৭

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মী।

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। বিএনপি নেতৃবৃন্দ শহরের বিভিন্ন দোকানে ঘুরে ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ শহরের ইবিরোড, কালিবাড়ী রোড ফজলুল হক রোড, মিরপুর ওয়াপদাবাঁধসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, প্রচার সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণদাস, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সহ-সভাপতি হাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ভুইয়া সাফী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক তালুকদার রতন প্রমুখ।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম