ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৮ লক্ষ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়েছে কোষ্টগার্ড

প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৫

পিরোজপুরের কাউখালী উপজেলা সংলগ্ন কঁচা নদীতে অভিযান চালিয়ে শনিবার দুপুরে ৮ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।

কোষ্টগার্ডের চিফ পেটি অফিসার মো. আব্দুর রহমান জাগো নিউজকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে মৎস্য বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে কঁচা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মশারি জাল জব্দ করা হয়। এসব জাল পেতে জেলেরা বিভিন্ন জাতের ছোট ছোট পোনা মাছ শিকার করতেন।

এ অভিযানে কাউখালী উপজেলার মৎস্য কর্মকর্তা মনোজ সাহাসহ অন্য কর্মকর্তারা অংশ নেন। জব্দ করা নিষিদ্ধ জাল কাউখালী উপজেলা নির্বাহি অফিসার মো. শহিদুল ইসলামের নির্দেশে পুড়িয়ে দেয়া হয়।

এমজেড/আরআই