ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কমলনগরে চিকিৎসক লাঞ্ছিত : ক্ষমা চেয়ে ছাত্রলীগ নেতার পার

প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৩ মার্চ ২০১৭

লক্ষ্মীপুরের কমলনগরে চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় রাজনৈতিক হস্তক্ষেপে ক্ষমা চেয়ে পার পেলেন ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান।

গতকাল বুধবার (২২ মার্চ) মধ্যরাতে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে গোপনীয়তার মধ্য দিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়।

সেখানে উপজেলা আওয়ামী লীগ ও যুব লীগের সিনিয়র কয়েক নেতার হস্তক্ষেপে লাঞ্ছিত চিকিৎসক অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে ক্ষমা করতে বাধ্য হয়েছেন।

এরআগে বুধবার দুপুরে কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিবকে শারীরিক লাঞ্ছিত ও হাসপাতাল ছাড়ার হুমকি দেয়। এ ঘটনায় চিকিৎসক থানায় লিখিত অভিযোগ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, আওয়ামী লীগ নেতা ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হিরণসহ স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন।

খবর পেয়ে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, বিএমএর সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা কৌশলে ছাত্রলীগ নেতাকে দিয়ে ক্ষমা চেয়ে ঘটনাটি ধামাচাপা দেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিব বলেন, আওয়ামী লীগ ও যুব লীগ নেতারা ছাত্রলীগ নেতাকে আমার কাছে ক্ষমা চাইতে বলেন। সে আমার কাছে ক্ষমা চায়। এ সময় সিভিল সার্জন ও বিএমএ’র সভাপতি উপস্থিত ছিলেন।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু বলেন, চিকিৎসকের সঙ্গে ছাত্রলীগে নেতাকে মিলিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। এ সময় আমরা অভিযোগটি প্রত্যাহারের অনুরোধ করি।

এ ব্যাপারে জানতে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা রাকিবকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এর আগে বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সড়ক দুর্ঘটনায় আহত শিশুদের চিকিৎসা চলছিল।

এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবসহ ছাত্রলীগ কয়েকজন কর্মী জরুরি বিভাগে অবস্থান নেয়। চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে চিকিৎসক রাজিব ছাত্রলীগ নেতাকর্মীদের জরুরি বিভাগ থেকে বাইরে যেতে অনুরোধ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা ও তার সহযোগীরা চিকিৎসককে গালমন্দ করে ধাক্কা দেয় ও কলম ছুড়ে মারে। এ ঘটনার আধা ঘণ্টা পর ওই ছাত্রলীগ নেতা আরও কিছু কর্মী সমর্থক নিয়ে চিকিৎসক রাজিবের ওপর হামলার চেষ্টা করে ও হাসপাতাল ছাড়ার হুমকি দেয়।

কাজল কায়েস/এএম/আরআইপি