ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মার্কিন নারী সাংবাদিককে উত্ত্যক্ত : সেই হোটেল মালিকের জামিন

প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৩ মার্চ ২০১৭

কুষ্টিয়ায় আবাসিক হোটেলে মার্কিন নারী সাংবাদিক এ্যালিসন জয়েসকে উত্ত্যক্তের ঘটনায় কুষ্টিয়ার আলোচিত সেই ‘খেয়া রেস্তোরাঁর’ মালিক বিশ্বনাথ সাহা বিশু জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার দুপুরে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম মেজবাউল হকের আদালত থেকে জামিন পান তিনি।

আদালত সূত্র জানায়, গত ১২ মার্চ বেলা ২টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকার খেয়া রেস্তোরার সামনে থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিশ্বনাথ সাহা বিশুকে আটক করে।

ওই দিন বিকেলে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।

জামিন পাওয়ার বিষয়টি সাংবাদিকসহ কেউ যাতে বিষয়টি জানতে না পারে সেজন্য অতি গোপনীয়তা অবলম্বন করা হয় বিশুর পক্ষ থেকে। জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে জেল গেট থেকে প্রাইভেট কার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বিশু। বৃহস্পতিবার রাতে সাংবাদিকরা জামিনের বিষয়টি জানতে পারেন।

আদালত সূত্র আরও জানায়, বুধবার সকালে কুষ্টিয়া মডেল থানা পুলিশের পক্ষ থেকে বিশুকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের প্রেক্ষিতে বিশু জামিন লাভ করেন।

এদিকে, আমেরিকান সাংবাদিক এ্যালিসন জয়েসের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরির বিষয়ে ৫০৬ ধারায় অভিযোগপত্রটি বৃহস্পতিবার আদালতে পৌঁছে বলে জানা গেছে।

এ বিষয়ে কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আক্তারুজ্জামান মাসুম জানান, পুলিশ কাউকে ৫৪ ধারায় গ্রেফতার দেখালে সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে এই বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। এক্ষেত্রে তাই হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, নারীদের নিয়ে কাজ করতে কুষ্টিয়া এসেছিলেন আমেরিকান ফ্রিল্যান্স ফটো জার্নালিস্ট এ্যালিসন জয়েস।

গত ৬ মার্চ রাতে শহরের ছয় রাস্তার মোড়ের খেয়া আবাসিক হোটেলে অবস্থানকালে রাত ১টার দিকে হোটেলের মালিকপক্ষের অংশীদার বিশ্বনাথ সাহা বিশু মদ্যপ অবস্থায় তার কক্ষে প্রবেশ করতে মোবাইলে কল করেন।

কল রিসিভ না করায় ৩০ মিনিট ধরে তিনি দরজা নক করেন। একপর্যায়ে হোটেলে থাকা অরেকটি চাবি দিয়ে গেট খোলার চেষ্টা করা হয়।

এ্যালিসন জয়েসের দাবি, ঘটনার সময় কক্ষে একা অবস্থান করছিলেন। একজন নারী হিসেবে ওই সময় চরম আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আতঙ্কিত অবস্থায় বাংলাদেশি সহকর্মী কুষ্টিয়ার ছেলে সাংবাদিক আলী এহসানকে মোবাইলে ঘটনাটি জানাই। আলী এহসান দ্রুত মোটরসাইকেলে সেখানে পৌঁছান এবং আরও কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।

আলী এহসান রাত ৩টার দিকে এ্যালিসন জয়েসকে শহরের রোজ ভিউ হোটেলে নিয়ে যান। কিন্তু সেই হোটেল কর্তৃপক্ষ জানান, কোনো নারীকে একা রুম ভাড়া দেয়া হয় না। সে দেশি হোক আর বিদেশি।

তিনি অভিযোগপত্রে লিখেছেন, এখানে না আসলে জানতে পারতাম না মফস্বলের নারীরা কতটা বৈষম্যের শিকার হচ্ছে।

ঘটনার পর স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ওই দুই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন এ্যালিসন জয়েস।

আল-মামুন সাগর/এএম/আরআইপি

আরও পড়ুন