ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১৩ ঘণ্টা পর পেপার মিলের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৩:২৩ এএম, ২৪ মার্চ ২০১৭

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকার আকিজ গ্রুপের আফিল পেপার মিলের আগুন ১৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে।এর আগে ওইদিন বেলা ১১টার দিকে আগুন লাগলে বিকেল ৫টার দিকে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও বাতাসের কারণে আগুন ৩ নম্বর কাগজ উৎপাদন ইউনিটে ছড়িয়ে পড়ে।

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া জানান, আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ ঢাকার, নারায়ণগঞ্জ ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করেছে। রাতের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কাগজ তৈরির কারখানা হওয়াতে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

তিনি জানান, পেপার মিলটিতে তিনটি পাকা ভবন, তিনটি কাগজ উৎপাদনের ইউনিট, খাবার ঘর, বয়লার ঘরসহ ৮/১০টি স্থাপনা ছিল যার মধ্যে বেশিরভাগই পুড়ে গেছে। তবে এ ঘটনায় সামান্য আহত ছাড়া গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস