কালবৈশাখী ঝড়ে দুই জেলায় নিহত ৯
কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কিশোরগঞ্জ ও ময়মনসিংহে বাবা-ছেলেসহ ৯ জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতের এ ঝড়ে দুই জেলার ঘর-বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতদের মধ্যে কিশোরগঞ্জে বাবা-ছেলেসহ পাঁচজন এবং ময়মনসিংহে ৪ জন রয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
কিশোরগঞ্জ : জেলার পাকুন্দিয়া, কটিয়াদী ও কুলিয়ারচরে কালবৈশাখী ঝড়ে বাবা-ছেলেসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে শত শত কাঁচা বাড়ি ও গাছপালা।
পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি ফকির পাড়া গ্রামে ঘূর্ণিঝড়ে মারা যান হযরত আলী ও তার শিশুপুত্র রিজন। রাতে ঘুমিয়ে থাকার সময় টিনের চালে গাছ ভেঙে পড়লে গাছচাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একই সময় জেলার কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের কাজীরচর গ্রামে ঝড়ের সময় গাছ ভেঙে পড়ে মারা যান আব্দুল মান্নান নামে এক ব্যক্তি।
কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় সিএনজি অটোরিকশার ওপর গাছের ডাল ভেঙে পড়ে মারা যান শীতল বর্মন নামে একজন। তার বাড়ি বাজিতপুর উপজেলার পৈলানপুর গ্রামে। এছাড়া জেলার বাজিতপুরে ঝড়ের সময় গাছ চাপা পড়ে মারা গেছে লিমা নামে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশু। সে উপজেলার তাতালকান্দি গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। সংশ্লিষ্ট থানা পুলিশ এসব মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ : একই ঘটনায় ময়মনসিংহে পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই গ্রামের অদ্রুল করিম (৪০), মুক্তাগাছা উপজেলার খেওরাজানী ইউনিয়নের সন্তোপুর গ্রামের জালাল উদ্দিন (১৮)। ত্রিশাল উপজেলার সাইনর্বোড নামক এলাকায় বজ্রপাতে এক জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও জেলায় আরো দুইজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
এসএস/এএইচ/পিআর