ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামগড়ে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ২০

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:০২ এএম, ২৪ মার্চ ২০১৭

খাগড়াছড়ির রামগড়ে যাত্রীবাহি বাস উল্টে নারী ও শিশুসহ অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রামগড়ের পাতাছড়া আনসার ক্যাম্পের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে খাগড়াছড়ি-ফেনী সড়কে খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ফেনীগামী একটি হিলবার্ড নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য, নারী-শিশুসহ অন্তত: ২০ জন আহত হয়েছেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

Ramgarh

 

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র নিশ্চিত করেছে।

রামগড় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই চালক পলাতক রয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এমএএস/পিআর