ঈশ্বরদীতে অস্ত্রসহ গ্রেফতার ৩
পাবনার ঈশ্বরদীতে একটি বিদেশি রিভলভার, চার রাউন্ড গুলি, রামদা, হাসুয়া, ৬৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১২। শুক্রবার ভোরে ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর (নিউ কলোনী) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার রাশিদুল ইসলামের ছেলে রাকিবুল হাসান পিন্টু (২৬), মৃত আব্দুল গাফফারের ছেলে হাসান (২৫) ও মোক্তার হোসেনের ছেলে রনি (২২)।
র্যাব-১২ জানায়, সন্ত্রাসী ধরতে ফতেমোহাম্মদপুর (নিউ কলোনী) এলাকায় র্যাবের একটি টহল দল গেলে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে ধরে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার রুহুল আমিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা রেলওয়ের তেল ও ইজিবাইক চুরি এবং ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, চুরি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
আলাউদ্দিন আহমেদ/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না