ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পর্যটন বিকাশে সাজেক-নীলগিরি বাইক প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৪ মার্চ ২০১৭

রাঙামাটির সাজেক ভ্যালি থেকে শুরু করে খাগড়াছড়ি হয়ে বান্দরবানের নীলগিরি পর্যন্ত ২৫০ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দেয়ার বাইক লড়াইয়ে নেমেছে একঝাঁক তরুণ-তরুণী। আর এ প্রতিযোগিতার মাধ্যমেই জানান দেয়া হবে পার্বত্য চট্টগ্রামের অপার সম্ভাবনা আর পর্যটন শিল্পের গুরুত্ব।

মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার সাজেক থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার শেষ হবে বান্দরবানের নীলগিরি গিয়ে।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারতের মিজোরাম রাজ্য সন্নিহিত প্রাকৃতিক সৌন্দর্যের অপার রূপে রূপময় খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রের রুইলুইপাড়া এলাকায় ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

Sajek

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব এএসএম শাহেন রেজা, সুবিনয় ভট্টাচার্য্য ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের পরিচালক মশিউর খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

রাঙামাটির সাজেক ভ্যালি থেকে বান্দরবানের নীলগিরি দীর্ঘ পথ পাড়ি দেয়ার এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৪২ জন প্রতিযোগী। প্রথম দিন সাজেক হতে খাগড়াছড়ি পর্যন্ত ৬৮ কিলোমিটার পথ অতিক্রম করবে এ প্রতিযোগিরা। দ্বিতীয় দিনে খাগড়াছড়ি থেকে রাঙামাটি আর তৃতীয় দিনে তারা রাঙামাটি থেকে  পৌঁছাবে বান্দরবানের নীলিগিরি।

প্রথমবারের মতো অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ৮০ হাজার, ৬০ হাজার এবং ৪০ হাজার টাকা সমপরিমাণ অঙ্কের এমটিভি হিমালয় স্পন্সরশিপ প্রদান করা হবে। যার মাধ্যমে বিজয়ীরা ভারতের একটি প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/পিআর