সিরাজগঞ্জে ছাত্রদল নেতা গ্রেফতার
প্রতীকী ছবি
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু মুছাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে পৌর এলাকার মালশাপাড়া মহল্লায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মুছা মালশাপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদের ছোট ভাই।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মুছার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে
এদিকে, ছাত্রদল নেতার মুক্তি দাবি করেছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ ও যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ-আল কায়েস।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস