রায়পুরে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় ভাঙচুর
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ সময় কার্যালয়ের ভেতরে ঝুলিয়ে রাখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং কিছু চেয়ার ও টিনের বেড়া কুপিয়ে ক্ষতিগ্রস্ত করা হয়।
শুক্রবার রাত ১০টার দিকে বাসাবাড়ি-হায়দরগঞ্জ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড এলাকার কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাদের অভিযোগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ দলবল নিয়ে এসে কার্যালয়টি ভাঙচুর করেছে। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল।
এদিকে,কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে রাতে দলীয় নেতাকর্মীরা হায়দরগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।
অন্যদিকে, এ ঘটনার পর থেকে হায়দরগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও ছাত্রলীগের একাংশের মধ্য সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ ও উত্তর চরআবাবিল ইউনিয়র ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির আজিজের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় হায়দরগঞ্জ গাজী মার্কেট এলাকায় কথা কাটাকাটি হয়।
এর জের ধরে রাতে পাপেল মাহমুদ বহিরাগত ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে দেশীয় অস্ত্র সহকারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের অফিসের হামলা ও ভাঙচুর চালায়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি বলেন, ঘটনাটি ন্যাক্কারজনক। ব্যক্তির কোনো অপকর্ম দল বহন করবে না। আমি এ ঘটনার নিন্দা জানাই।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভির হায়দর চৌধুরী রিংকু বলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল, বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে তাণ্ডব চালিয়েছে।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়। বিষয়টি দলের সিনিয়র নেতাদের জানানো হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ বলেন, কার্যালয় ভাঙচুরের ঘটনা শুনেছি। কারা ভাঙচুর করেছে, তা আমি অবগত নয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস বলেন, দুই পক্ষই আমাকে ঘটনাটি জানিয়েছে। নিজেরা বসে তা সমাধান করবো।
এ ব্যাপারে রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।
কাজল কায়েস/এএম/জেআইএম