সিরাজগঞ্জে যুবককে শ্বাসরোধে হত্যা
সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনী মহলায় সোহেল (৩৫) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগে উঠেছে।
শনিবার দুপুর ২টার দিকে নিজ বাড়ি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে অপর এক যুবককে আটক করা হয়।
নিহত সোহেল রেলওয়ে কলোনী মহল্লার মৃত জহির উদ্দিনের ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রী।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে স্থানীয়রা সোহেলের ঘরের জানালার ফাঁক দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/আরআইপি