গণহত্যা দিবসে মির্জাপুরে মোমবাতি প্রজ্বালন
টাঙ্গাইলের মির্জাপুরে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তির মঞ্চের সামনে এই মোমবাতি প্রজ্বালন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, মির্জাপুর কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মির্জাপুর ফায়ার স্টেশন অফিসার আতোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বাইমহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অন্যদিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া গ্রামের শহীদ ফুল খাতুন স্মরণে ধেরুয়া গ্রামে আলোচনা সভার আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধা খন্দকার লিয়াকত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, ডেপুটি কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের (প্রস্তাবিত) সাংগঠনিক সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ পশ্চিমের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।
এস এম এরশাদ/এআরএ/আরআইপি